পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আলেহা খাতুন (৫০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (২১ অক্টোবর) সকাল পৌঁনে আটটার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের প্রতাবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেহা খাতুন উপজেলার হাপানিয়া গ্রামের হক মিয়ার স্ত্রী।
পূর্বধলা রেল স্টেশনের কর্তব্যরত বুকিং সহকারি মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ সকালে ওই নারী রেললাইন পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭২নং ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম জানান, ওই মহিলা দীর্ঘদিন যাবত মানসিক বিকারগ্রস্থ ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।