লালমোহাম্মদ নালিতাবাড়ী(শেরপুর) প্রতিনিধি: গুজব প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী কমিনিউটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সহ শ্রেনী পেশার মানুষের সাথে সোমবার বিকেলে তারাগঞ্জ কামিল মাদরাসা মিলনায়তনে পুলিশের সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) বছির আহমেদ বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন। অন্যসব অতিথির মধ্যে- পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক, কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ডা: বিলৱাল হোসেন চৌধুরী, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক ওয়াজকুর্বনী, সাংগঠনিক সম্পাদক ফার্বক আহমেদ বকুল, সাংবাদিক লাল মোঃ শাহজাহান কিবরিয়া , , মান্নান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। সম্প্রীতির সমাবেশে মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম , মোয়জ্জিন ও সমাজের সচেতন নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা, ভোলার ঘটনাকে কেন্দ্র করে বক্তব্য উপস্থাপন করে বলেন -নানা রকম গুজবে ও উস্কানীতে কান না দিতে সকলকে সর্তক ও সচেতন থাকার অনুরোধ করেন। দেশ ও জাতি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন তথা দূর্নীতি প্রতিরোধ ও সুশাসনের পথে চলছে । শেখ হাসিনার উলেৱখ্য কর্মকান্ড কে নানা ভাবে ব্যাহত করার জন্য একটি সাম্প্রদায়িক গোষ্ঠি নানা ভাবে বির্তক সৃষ্টির উদ্দেশ্যে অপর্কম করে যাচ্ছে ।