নকলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলা শাহরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা হলরুমে গুজব প্রতিরোধে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ২১ অক্টোবর সোমবার বিকেলে সহকারী শিক্ষক সামিউল হক মোক্তার সঞ্চালনায় এবং নকলা থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এবং অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি-৮নং চর অষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, আগে মানুষ মুখে গুজব ছড়াতো আর এখন গুজব ছড়ায় চোখ ও আঙ্গুল দিয়ে।ফেইসবুকের কোন ষ্টেটাস শেয়ার করার আগে ষ্টেটাস কারীর চারিত্রিক গুনাবলী যাচাই করুন, তাহলেই ষ্টেটাসের বিষয়ে আপনার পরিষ্কার ধারনা চলে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, গুজব সৃষ্টিকারী আমাদের শত্রু, দেশের শত্রু। আপনার আশেপাশে গুজব রটনাকারীকে সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করার চেষ্টা করুন, তাহলে ভালো থাকবেন আপনি এবং ভালো থাকবে সমাজ।
মসজিদে নামাজের সময় খুৎবার আগে বা পরে গুজব প্রতিরোধে আলোচনা করার জন্য ইমামদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এ সময় শিক্ষার্থী, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ , রাজনৈতিক নেত্রীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন