পূর্বময় ডেস্কঃ ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রীজ সংলগ্ন মোড়ে একটি লাল রংঙ্গের বড় টলি ব্যাগ কে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। কে বা কারা এই ব্যাগ ফেলে গেছেন তা কেউ বলতে পারছেন না।
অনেকেই ব্যাগে বিশাল বোমা থাকার আশংকা করছেন। এ নিয়ে হাজারো উৎসুক জনতার ভীড় জমলে খবর পেয়ে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, কোতোয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশ, ডিবি, সিআইডি ও র্যাবের সদস্যরা তাৎক্ষনিক উপস্থিত হন।
পরে নিরাপত্তার জন্য কোতোয়ালি পুলিশ, জেলা ডিবি পুলিশ, র্যাব, ট্রাফিক পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জায়গাটিকে ঘিরে রাখে।
রাতে সিআইডিসহ র্যাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যাগের ভিতরে কি আছে এই মুহুর্তে বলা সম্ভব নয়। বোমা, লাশ বা অন্য বিপদজনক কোন কিছু থাকতে পারে। তাই ঢাকায় বোমা বিশেষজ্ঞদের সাথে কথা হয়েছে। বোমা বিশেষজ্ঞ টিম রওনা দিয়েছে। তারা আসলে এই ব্যাগটি খোলা হবে। তারা না আসা পর্যন্ত ব্যাগটির পাশ দিয়ে বস্তা দিয়ে যেকোন দূর্ঘটনা এড়ানোর জন্য সাময়িকভাবে নিরাপত্তাবলয় সৃষ্টি করে রাখা হয়েছে।