আসাদ তালুকদারঃ শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় জেলার বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে দুর্নীতিবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গত বারহাট্টা উপজেলা নির্বাচনে নৌকা মার্কায় মনোনয়ন পাওয়া অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার। তার নেতৃত্বে মিছিলটি বারহাট্টা থানার সামনে থেকে গরুহাট্টা মাঠের বকুলতলায় এসে শেষ হয়। পরে জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক বারহাট্টা উপজেলার চেয়ারম্যান খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসমত আলী মোল্লার পরিচালনায় আলোচনাসভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দূর্নীতিবাজদের কঠিন শাস্তির দাবি জানান। এসময় বারহাট্টা উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্নস্তরের দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।