লালমাহাম্মদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজলায় নাকুগাঁও ভাগাই নদীর উপর ব্রীজ সংলগ্ন অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মধ্যে পড়ছ নাকুগাঁও ব্রীজ । বৃহস্পতিবার সকাল আন্তর্জাতিক সীমারেখা ও সরকারী স্থাপনার নিকটবর্তী নিষিদ্ধ সীমানায় বালু উত্তালনর কারণ উপজলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা কর ৩০টি ড্রজার মেশিন ধংস কর। তাঁরা আসার পরপর আবার ব্রীজ সংলগ্ন বালু উত্তোলন শুরু হয়।
উপজলা প্রশাসন ও এলাকাবাসী সুত্র জানা গেছে,গত বৈশাখ মাস থেকে ভাগাই নদী থেকে বালু উত্তোলনের জন্য ইজারা পায় আল আমীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। এর পর থকই নদী থেকে সাধারণ জনগণ বালু উত্তোলণ করে । সরকারী নিয়ম অনুযায়ী সরকারী স্থাপনা সংলগ্ন বালু উত্তোলণ করা যাবে না। সরকারী মোতাবেক উপজেলা প্রশাসন নাকুগাঁও ব্রীজ থেকে সীমানা নির্ধারণ করে লাল পতাকা টানিয়ে দিয়ে আসেন। কিন্তু নিষিদ্ধ সীমানার মধ্য প্রায় ১৮ টি মেশিন দিয়ে রাতদিন ব্যবসায়ীরা বালু উত্তোলণ করে আসছে।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবার্হী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ভ্রাম্যমান আদালত পরিচালনা কর আন্তর্জাতিক সীমারেখার নিকটবর্তী ২৫ টি ও ব্রীজ সংলগ্ন ৫টি ড্রেজার মেশিন ধ্বংস করন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কর ফিরে আসার পরপর ব্রীজ সংলগ্ন নিষিদ্ধ এলাকায় লাল পতাকার ভিতর ড্রেজার মেশিন গুলা আবার বালু উত্তোলণ শুরু করে।
এ ব্যাপার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবার্হী ম্যাজিস্ট্রট আরিফুর রহমান বলেন,অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকব।