তুহিন, কত আর বয়স হয়েছিল তোমার?
পাঁচ কি সাড়ে পাঁচ!
তবুও এত জঘন্য নিষ্ঠুর বর্বরতার শিকার হতে হল তোমাকে?
তুমি তো বুঝতে না পৃথিবীর কোনো কিছু
হাসি কান্না খেলাধুলা ছাড়া!
তবে কী অপরাধ ছিল তোমার
এই ছোট্ট সুন্দর স্কুল শুরুর বয়সে?
তোমাকে হত্যা করে ঝুলিয়ে দিল ঘাতক
কদম গাছের ডালে।
ঘাতক কতটা হিংস্র আর প্রতিশোধ পরায়ণ
তোমার ক্ষতবিক্ষত নিথর দেহ করে তার প্রমাণ।
তোমাকে গলা কেটে হত্যা করেও ক্ষান্ত হয়নি ঘাতক—
কেটেছে তোমার দুটো কান
নিয়েছে তোমার শিশ্নও কেটে;
অতঃপর ঢুকিয়ে রেখেছে দুটি ছুরি তোমার পেটে।
আঃ, কী নির্মম কী বিভৎস ভয়ংকর মৃত্যু!
এতটা নিষ্ঠুর নির্মম কোনো মানুষের প্রতি কোনো মানুষ হতে পারে?
কতটা যন্ত্রণা হয়েছে তোমার
ভাবতেই গা শিউরে উঠছে।
মানুষের প্রতি মানুষের এ কেমন আচরণ?
কার পাপের বলি হলে তুমি?
আর কোন পাপের?
নাকি জন্মই তোমার আজন্ম পাপ?
তুহিন, আমি মানতে পারছি না তোমার মৃত্যু।
যে বা যারা তোমায় এভাবে হত্যা করেছে,
আইনের আওতায় তাকে বা তাদেরকে
এইভাবেই মৃত্যুদন্ড কার্যকর করা হোক।