মোট ১৪০ কেন্দ্রের বেসরকারি ফলাফল-
চেয়ারম্যান পদে-
বিজয়ী: রফিকুল ইসলাম (নৌকা) ৮২,৯২৭ ভোট;
নিকটতম: শফিকুল ইসলাম মাসুদ (ধানের শীষ) ৫১,২১৭ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে-
বিজয়ী: আশরাফুল ইসলাম মিজান (তালা) ৫৫,৭১৮ ভোট;
নিকটতম: মনোয়ার হোসেন (চশমা) ৫৩,৫০৭ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে-
বিজয়ী: সাবিহা জামান শাপলা (কলস) ১,০৬,০৪২ ভোট;
নিকটতম: শামিম আরা বেগম (হাঁস) ৫৭,৮৩৬ ভোট।
চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম (নৌকা), ভাইস চেয়ারম্যান পদে আশরাফুল আলম মিজান (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিহা জামান শাপলা (কলস) বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।