আলমগীর হোসেন মেজবাহঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় আগামীকাল রোজ মঙ্গলবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত পূর্বধলা জে এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন সারা বাংলার হাজারো হাজার যুবকের প্রিয় ব্যক্তিত্ব শায়খুল হাদীস হযরত মাও”মুফতী সৈয়দ মো” ফয়জুল করীম দা’বা’ সাহেবজাদা ও খলিফা পীর সাহেব চরমোনাই রহ’।
সভাপতি হিসাবে উপস্হিত থাকবেন, হযরত মাও” আব্দুল হক সাহেবে দা,বা, মোমেনশাহী বড় মসজিদ।
এ ছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম,ও স্থানীয় ও জাতীয়,নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত ওয়াজ মাহফিলে সকল মুসলিম উম্মাহ কে অংশগ্রহণ করার জন্য আহবান করা হলো।
মাহফিলের সফলতা কামনায়
মাও” আলমগীর হোসাইন মিসবাহ
পরিচালক, আল-হেরা কারিমিয়া মাদরাসা, পূর্বধলা।