তারাকান্দা প্রতিনিধি: ভারতের সাথে অসমচুক্তির প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্বারা নিহত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ এর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রবিবার বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল বাসার আকন্দ,ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান লিটন,যুবদলের সাধারন সম্পাদক রবিউল করিম বিল্পব,তারাকান্দা যুবদলে যুগ্ম আহবায়ক এস.এম আমিনুল ইসলাম,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান শরীফ হলুদ, বিএনপি ও অঙ্গ ও সহ যোগী সংগঠনের নেতৃবৃন্দ।