লালমোহাম্মদ (শেরপুর)নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে শহীদুল নামের এক ভূয়া চিকিৎসক কে ভ্রাম্যমান আদালতে ২ মাসের জেল দেওয়া হয়েছে ।
১২ অক্টোবর শনিবার সন্ধ্যারাতে নালিতাবাড়ী শহরের মধ্যবাজার এলাকায় লাবণ্য মেডিসিন এন্ড হেলথ কেয়ার নামের ওষুধের দোকানে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে,গাইবান্ধা সদরের খোর্দ মালিবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলামকে (৪২) ডাক্তারের বিভিন্ন পদ-পদবী ব্যবহার করে সাধারন মানুষের সাথে প্রতারনার দায়ে ২ মাসের জেল দিয়েছেন ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায় এইচ এস সি পাশ শহিদুল ইসলাম ঢাকার কোন এক প্রতিষ্ঠান থেকে ডি এম এফ সনদ পত্র নিয়ে নিজেকে ডিগ্রীপ্রাপ্ত ‘পলিপ, পাইলস ও হাঁপানী রোগের চিকিৎসক’ বলে পরিচয় দিয়ে নামের আগে ডাঃ, এম এ উপাধি ব্যবহার করে তিনি গত প্রায় আড়াই থেকে তিন বছর যাবত নালিতাবাড়ী শহরের লাবণ্য মেডিসিন এন্ড হেলথ কেয়ারে সপ্তাহের প্রতি সোমবার এবং সপ্তাহের অন্যান্য দিন উপজেলার নন্নী ও বনকুড়া বাজারসহ বিভিন্ন বাজারের ওষুধের দোকানে চেম্বার খোলে চিকিৎসা করে আসছেন। উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালতে পরিচালনার সময় হাতেনাতে ধরাপড়ে । সাৰ্য প্রমানের ভিত্তিতে উপজেলা অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান মোঃ শহিদুল ইসলাম ৪২ কে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । এ সময় উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোঃ জাহিদ হাসান উপস্থিত ছিলেন ।