নকলা প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার “গনপদ্দী টু জামালপুর” যাতায়তের জন্য বাইপাস প্রধান সড়কটি এখন প্রায় যান চলাচলের অযোগ্য।
স্থানীয় প্রভাবশালীরা পুকুর খননের মাধ্যমে এই সড়কটিকে যান চলাচলের অযোগ্য করে তুলছে বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিন শত শত ছোট-বড় যান চলাচলে হাজার-হাজার কর্মজীবী মানুষের এটিই প্রধান সড়ক।
পুকুর খননে ভাঙ্গনের ফলে ১২ফিট রাস্তার প্রায় ৪ ফিট’ই ক্ষমতাশালীদের পুকুরের দখলে। জেলা পরিষদের রাস্তা হওয়ায় নজড়দারী নেই কর্তৃপক্ষের। ভাঙ্গন এলাকায় একটি অটোরিক্সাকে যেতে দিতে আরেকটি অটোরিক্সাকে ফাঁকা মাঠে দাড়িয়ে থাকতে হয় ফলে শহরগামী শিক্ষার্থীদের চলাচলে দেখা দেয় বিড়ম্বনা।
তবে এই গুরুত্বপূর্ন সড়কটিকে বাঁচাতে সঠিক তদন্তের মাধ্যমে বেপরোয়াদের বিরুদ্ধে প্রশাসন এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করেছেন ভুক্তভোগী এবং স্থানীয়রা।