এদের জন্য কোন ফুল নয়
ঘৃণার আগুনে পোড়াও…
এরা হায়েনা
এরা রক্ত খেকো নৃশংস পশু।
সমবেত জনতা উত্তাল
দিকে দিকে মুখরিত ফাঁসির দাবি।
সীমারের খঞ্জর হাতে ওরা উদ্যত থাকে
অনায়াসে কেড়ে নেয় জননীর কোল
বিভৎস হত্যা হোলি মামুলি বিষয়
আছে তাদের শিরায় শিরায় মিশে।
আমি যদি তাদের ছাত্র বলি
কলঙ্কিত হবে বায়ান্ন উনসত্তর একাত্তর
গৌরবের উজ্জ্বল ইতিহাস।
ক্ষমা করো মুজিব
ক্ষমা করো হে জাতির জনক
তোমার প্রিয় স্বদেশের বুকে
নিয়তো অপবিত্র রক্তের দাগে
ডেকে আনি কালো কালো পঁচিশে মার্চ।
তবে কি প্রেতেরা আজো আছে
আড়ালে খোলস রেখে মূলত রাজাকার ?
পিতা তোমার তর্জনী উঁচাও
তোমার কন্যা সাহসে সোচ্চার
তার সাথে মিলেমিশে জনতা একাকার
কাল না হয় পরশু
ফাঁসিতেই যাবে হায়েনা পশু
সবুজে শ্যামলে বাংলা হাসবে আবার।