পূর্বময় ডেস্কঃ
আওয়ামী লীগের সভানেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহ ফুজুর রাজ্জাক অনিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। ৩ দিনে তিনি বিভিন্ন প্রজাতির ৭৩ টি ফুল,ফলদ ও ঔষুধী বৃক্ষরোপণ করে।এসময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য পোফেসর ড. এ ইচ এম মোস্তাফিজুর রহমান এবং বর্তমান অগ্নীবিনা হল প্রভোষ্ট মাসুদ চৌধুরী স এবং মাজহার হোসেন তরফদার বাঁধন, মাহমুদসহ সাধারন শিক্ষার্থীবৃন্দ।
মাননীয় উপাচার্য স্যার বলেন,”বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচীকে স্বাগত জানায় এবং বেশি বেশি ফলজ ও ঔষধি গাছ রোপন করার আহ্বান জানাচ্ছি”।বিশ্ববিদ্যালয়কে প্রাকৃতিক পরিবেশে সাজাতে বেশি বেশি বৃক্ষরোপন করার কথাও বলেন তিনি।এছাড়া আরো বলেন,”প্রধানমমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারন মানুষের ভাগ্য উন্নয়ন ও পরিবেশ রক্ষার কাজ করে যাচ্ছেন। ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বগত জানান।”
মাহ ফুজুর রাজ্জাক অনিক বলেন,”মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে ইতিবাচক কাজের মাধ্যমে স্বরণীয় করতে আমরাও অংশীদার হয়ে কাজ করে যাচ্ছি ।বিশ্ববিদ্যালয়ের ৭৩টি ফলজ ও ঔষধি গাছ রোপন সহ নানা ইতিবাচক কাজের মাধ্যমে দীর্ঘদিন যাবত ছাত্রলীগের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় নানান কাজের অংশীদার হয়ে আছি ভবিষ্যতেও এমন ধারা অব্যাহত থাকবে।।”