শিমুল শাখাওয়াতঃ
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর’২০১৯ দুপুর ১২ টায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী’র সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচএম ফারুক। সভা সঞ্চালনা করেন ক্লাবের অতিরিক্ত সম্পাদক কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী।
আলোচনায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সিনিঃ সহ-সভাপতি কবি ও সাংবাদিক আশিক চৌধুরী, সহ-সভাপতি ড. মোঃ ইদ্রিস খান, সহ-সভাপতি মনির চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের চৌধুরী মুন্না, বিল্লাল হোসেন প্রান্ত,সুমন ভৌমিক, মাহমুদুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক এটিএম মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার সরকার, অধ্যাপক মাসুম বিল্লাহ, দীপক চন্দ্র দে, আনোয়ার হোসেন, শরৎ সেলিম, আব্দুল্লাহ আল আমিন, ফারজানা আক্তার ঝুমু, অর্থ সম্পাদক শরাফত আলী শান্ত এবং সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক।
সভায় ১৩ অক্টোবর ২০১৯ রবিবার ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনার আলোকে সিদ্ধান্তসমূহ গৃহিত হয়। উল্লেখ্য, ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে ময়মনসিংহের আলোকিত বিশিষ্ট জনদের সম্মাননা জানানো হবে।