আসাদ তালুকদারঃ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সোয়া তিনটায় নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা পাবলিক হল মিলনায়তনে আয়োজিত এ সূধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেপিড একশন ব্যাটালিয়ন এর মহাপরিচালক বেনজীর আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূইয়া, নেত্রকোণা জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন, নরসিংদির পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
এসময় অতিথিরা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।