বুড়িগোয়ালিনী প্রতিনিধি:
সাতক্ষীরার সুযোগ্য জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এর স্বপ্নের “ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা” গড়ার লক্ষ্যে শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
শুক্রবার (২৭ শে সেপ্টেম্বর) বেলা ১১ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে সিডিও ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবক রা এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এসময় আকাশলীনা সহ ইউনিয়নের বিভিন্ন স্তানে পরিষ্কার পরিচ্ছনতার কাজ করা হয়। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও ইয়ুথ টিমের কার্যনির্বাহী সদস্য স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় আরও অংশ নেন সিডিও বুড়িগোয়ালিনী ইউনিটের দপ্তর সম্পাদক গোপাল কুমার, কোষাধ্যক্ষ মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক তানভীর সোহেল, সাতক্ষীরা ক্রিকেট একাডেমীর ক্রিকেটার ভিক্টর জনি, নুর ইসলাম পাভেল, আব্দুল্লাহ আল রুমন, বাদল হালদার, জি.এম আমিনুর রহমান প্রমুখ।