নালিতাবাড়ী (শেরপুর ) প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল চুরির অপবাদে মনির্বল ইসলাম(১৪) নামে এক ছিন্নমূল কিশোরকে উলঙ্গ করে গাছে বেঁধে শারীরিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত দুইজনকে আটককরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে,উপজেলার পশ্চিম রাজনগর বন্ধুপাড়া গ্রামে গত ২২ রবিবার স্থানীয় আব্দুস সালামেরবাড়ি থেকে একটি মোবাইল সেট চুরি হয়। ওই ঘটনায় বাড়ির লোকজন মনির্বল ইসলাম সন্দেহ করে। একপর্যায়ে মনির্বলকে রাস্তা থেকে ধরে পড়নের লুঙ্গি খুলে কাঁধে ঝুলিয়ে টেনে-হিঁচড়ে সালামের বাড়িতে নিয়ে যায় সালামের পুত্র ইসহাক ও রবিউল। পরে তাকে ওই বাড়ির নারিকেল গাছে পেছনে হাতমোড়া দিয়ে রশিতে বেঁধে উলঙ্গ অবস্থায়
শারীরিক নির্যাতন চালায়। এবং মোবাইলে ভিডিও ধারণ কেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। নির্যাতনের শিকার
কিশোরের নানা মকবুল হোসেন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় তিনজন কে আসামী করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চারিযে সোমবার রাতে ইসহাক (৩০) ও রবিউল (২০) নামে ২ সহোদর গ্রেফতার
করেন। নির্যাতনের শিকার কিশোর মনির্বল ইসলামের পিতা মাতার মধ্যেছাড়াছাড়ি হয়ে যাওয়ায় তার মা ঢাকায় একটি গার্মেন্টসে কাজকরেন। এলাকায় তার নানা হতদরিদ্র মকবুল হোসেনের আশ্রয়ে বড় হচ্ছিল।
ওই নির্যাতনের ঘটনায় ভাইরাল হওয়া এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলজানান, এ ঘটনায় এজাহার ভুক্ত তিনজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করে
আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে ।