পূর্বময় ডেস্ক ঃ যানজট নিরসনে দখলকৃত অবৈধ ফুটপাত পুনরুদ্ধারে ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গাঙ্গিনাপাড়, স্বদেশী বাজার, নিউমার্কেট দুধমহল, বড়বাজার, ছোট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ টি দোকানে ২৫০০০/-(পচিঁশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক বার্তা দেয়া হয় ।
বড়বাজারসহ দুধমহল ড্রামপট্রিতে যত্রতত্র রাস্তায় ড্রাম,রড সিমেন্ট বিভিন্ন মালামাল রেখে পথচারীদের দুর্ভোগের পাশাপাশি যানজটের সৃষ্টি করছে তাদেরকে তা সরানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয়।
দুধমহল ড্রামপট্রিতে ব্যবসায়ীদের ডেকে ৩ দিনের মধ্যে এবং বড়বাজার মোটর শ্রমিক ইউনিয়ন ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের ডেকে ৭ (সাত) দিনের মধ্যে তা সরানো ও দিনের বেলা সকল ধরনের মালামাল লোডিং/আনলোডিং না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া শাখারী পট্টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজ ঠিকাদারকে ডেকে রাতে করার নির্দেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম, সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর দীপক মজুমদার,স্যানিটারী ইন্সপেক্টর(সংযুক্ত) জাবেদ ইকবাল।
যতক্ষণ পর্যন্ত অবৈধ ফুটপাত পুনরুদ্ধার না হবে এই অভিযান অব্যাহত থাকবে এবং যানজটমুক্ত নগরী গড়ার জন্য এ কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম।