পিতা …. তোমায় নিয়ে বিতর্কে
কতটা কষ্ট হয় যন্ত্রণা হয় বুকের ভিতরটায়
সবটা পাঁজর খুলে যদি দেখাতে পারতাম তোমায়
হয়তো কিছুটা কমতো কষ্ট যন্ত্রণা আমার।
বুঝি না তোমায় কেন আজও দলীয় মূল্যায়ন করা হয়
কেন স্বতঃস্ফূর্তে আজ উচ্চারিত হয় না “জয় বাংলা ”
কেন দলীয়ভাবে ভাগ হয়ে গেল “জয় বঙ্গবন্ধু ” উচ্চারণ?
অথচ, তুমি কোনো একক দলের নও
নও কারও একক অধিকার
তুমি ত সমগ্র বাংলাদেশের
নিপীড়িত নির্যাতিত শোষিতের অকৃত্রিম বন্ধু
তুমি ত সমগ্র পৃথিবীর
রাজনীতির দর্শনে শ্রেষ্ঠ কবি
তুমি ত অবিসংবাদিত
মুক্তির দিশারী আলোক মশাল
তুমি ত বাংলার স্থপতি
পরিশুদ্ধ চেতনায় গড়েছো বাংলাদেশ।
পিতা ….চাই সব বিতর্কের অবসান
চাই তোমার প্রতিষ্ঠা দল মতের ঊর্ধ্বে
চাই প্রজন্ম থেকে প্রজন্ম সত্য জানুক
জানুক তুমি – ই “বাংলাদেশ “।
( এমএসবি নাজনীন লাকী
প্রতিষ্ঠাতা, শুভসংঘ জাককানইবি শাখা)