নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া দাখিল মাদরাসার সুপার নাজিম উদ্দিনের বিরুদ্ধে ভোটার তালিকা প্রণয়ন ও কমিটি গঠনে অনিয়ম এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।
সম্প্রতি ঘাকপাড়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলে উপজেলা সমবায় অফিসার প্রণব চন্দ্র ভট্টাচার্যকে প্রিসাইডিং অফিসার নিয়োগ কেও গত ৭ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এরপর মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহার ইত্যাদি পর্ব শেষ করে ২৭ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কোন পদে একাধিক পার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি নির্বাচন সমপন্ন হয় ।
ভোটার তালিকা প্রণয়ন থেকে শুরু করে নির্বাচনী যাবতীয় কাজ মাদরাসা সুপার নাজিম উদ্দিন অতি গোপনীয়তার সাথে সম্পন্ন করেন। অভিভাবকদের কোন প্রকার নোটিশ না দিয়ে মনগড়া কমিটি গঠনের অভিযোগ এনে অবৈধভাবে কমিটি বাতিল করে সকল অভিভাবকের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিভাবকদের পৃথক অভিযোগপত্রে এমন অভিযোগ করেছেন সুপার।
জানা গেছে, অভিভাবক সদস্য বানাতে গিয়ে তিনি নিজেই চারজন অভিভাবক সদস্যেও মনোনয়ন ফরমে প্রস্তাবকারী ও সমর্থনকারীর জালিয়াতি করেন। অভিভাবক হাবিবুর রহমান জানান, তার ছেলে আব্দুলৱাহ আল গালিব ২য় শ্রেণিতে পড়াশোনা করে। অথচ ভোটার তালিকায় নাম নেই।
প্রিসাইডিং অফিসার প্রণব চন্দ্র ভট্টাচার্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের প্রেৰিতে খোঁজ নিয়ে জানতে পারি ভোটার তালিকা সঠিক হয়নি। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করতে একাডেমিক সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা একডেমিক সুপারভাইজার শাহ জালাল শুক্রবার জানান, এমন কোন তদন্ত এখনও আমার হাতে আসেনি। অভিযোগ করে মাদরাসা সুপার নাজিম উদ্দিন জানান, যারতার তারা নিজেরাই দিয়েছেন। ভোটার তালিকা যেখানে দেওয়ার দরকার সেখানে দিয়েছি। আর কমিটি গঠন গোপনে করা হয়নি বরং সবাইকে জানিয়ে করা হয়েছে ।