নান্দাইল প্রতিনিধিঃ গণমূখী সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, নান্দাইল এর উদ্যোগে অাজ বেলা ১১টায় উপজেলা সদরে মাদকমুক্ত সমাজের দাবীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের অাহবায়ক অাব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো: খায়রুল ইসলাম, মো: ওসমান ফারুক, মো: অাজহারুল ইসলাম খোকন, মো: তাওহিদুল ইসলাম রানা প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, মাদকের কালোথাবা অাজ শহর-বন্দর-গ্রামে বিস্তৃত। একদিকে অবৈধ মাদকের ব্যবসা করে টাকা কামাচ্ছে মাদক কারবারীরা অপরদিকে মাদকের ছোবলে নষ্ট হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ। মাদকের কারণে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি। অবনতি ঘটছে অাইনশৃংখলা পরিস্থিতির। তাই মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান এ মূহুর্তে জোরদার করা একান্ত প্রয়োজন।
বক্তারা বলেন, অামাদের সন্তান, পরিবার ও সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য সরকারের মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সচেতন জনগণকেও এগিয়ে অাসতে হবে। প্রতিটি এলাকায় গড়ে তুলতে হবে মাদকবিরোধী সামাজিক অান্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ। তাহলেই গড়ে উঠবে মাদকমুক্ত সমাজ।