নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী সরকারী নাজমূল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমন্ত্রনে
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জাসদের কেন্দ্রিয় স্থায়ী কমিটির সদস্য শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ার হোসেন রোববার সকাল ১১ টায় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের আয়োজনে “পারিবারিক ও সামাজিক বন্ধনের প্রেক্ষিতে ব্যক্তি ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে উপস্থিত থাকবেন।
সরকারী নাজমূল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোকিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন – বরেন্য ব্যক্তির আগমনে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি হবে।
বিভাগীয় প্রধান প্রভাষক সাইফুল ইসলাম শামীম বলেন – আমার বিভাগের শিক্ষার্থীদের এই সেমিনারে বরণ্য শিক্ষাবিদের আলোচনা বিশাল কাজে আসবে।
জাসদ সাধারন সম্পাদক আমির হোসেন অামু বলেনর নাজমূল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজে এক সেমিনারে তিনি যোগ দিবেন।