নালিতাবাড়ী প্রতিনিধিঃ
নালিতাবাড়ী উপজেলার আনন্দ বাজারে আগস্ট মাসে পল্লী বিদ্যুতের ৩০০ গ্রাহকদের সংযোগ দেওয়ার উদ্বোধন করেন। কিন্ত কোন গ্রাহককে এ পর্যন্ত কোন সংযোগ দেওয়া হয়নি। ট্রান্সফরমার বিকল থাকার কারন দেখিয়ে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বন্ধ রাখে। কিন্ত সংযোগ না থাকার পরও প্রায় ২ শত গ্রাহকের মিটারের বিপরীতে বিল ভাউচার প্রদান করে। ৬ সেপ্টেম্বর বিল ভাউচার দেওয়ার পর আনন্দ বাজারের কয়েক জন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন — পল্লীবিদ্যুৎ সমিতি ভূয়া বিল ভাউচার দিয়ে ভোগান্তিতে ফেলেছে।
আকরাম হোসেন বলেন আমার মিটারে সংযোগ নাই তবুও ১০১ টাকা বিল দিয়েছি।
দুলাল মিয়া বলেন, আমি কোন কারেন্ট খরচ করি নাই, সংযোগ দেয় নাই , ৯৮ টাকা বিল পাঠাইছে।
ফরিদ আহমেদ বলেন উদ্বোধন করার পরও কোন গ্রাহককে সংযোগ দেওয়া হয়নাই।কিন্ত প্রত্যেকের নামে বিল ভাউচার প্রদান করা হয়েছে।
নালিতাবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতির গড়কান্দা অফিসে যোগাযোগ করা হলে,বলা হয় এই বিল গুলি দিতে হবে না।