স্টাফ রিপোর্টার ঃ নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায়বিচারের দাবীতে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় একযোগে আজ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরেও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তাগণ বলেন, পরিবার থেকে ছেলেমেয়েদেরকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। সেই সাথে নারী ও শিশু ধর্ষণ বন্ধে আইনী জটিলতা থেকে বের হয়ে আসতে হবে। প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের সহযোগিতায় তা বন্ধ করা সম্ভব। কিছু কিছু ঘটনায় তাৎক্ষণিক আইনী সুবিধা পাওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তাগণ সচেতনতার পাশাপাশি এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এড নজরুল ইসলাম চুন্নু, সহসভাপতি এড শিব্বির আহমেদ লিটন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির আহবায়ক কবি ও সাহিত্যিক ইয়াজদানী কোরায়শী, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবলী আকন্দ, মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো অর্ডিনেটর ফৌজিয়া নিশাত জেবা, তাসমিয়া ফারহিন তহুরা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রজেক্ট কো-অর্ডিনেটর মনোয়ারুল ইসলাম সেলিম।