নকলা প্রতিনিধি ঃ “পরিকল্পিত ফল চাষ-যোগারে পুষ্টি সম্মত খাবার” এবং “পলিথিন শপিং ব্যাগ বর্জন করুন -পরিবেশ সুরক্ষা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ০১ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফলদ বৃক্ষ মেলা এবং নিষিদ্ধ পলিথিন মুক্ত ময়মনসিংহ বিভাগ ঘোষনা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাক বাংলো গেইটে এসে শেষ হয়।
পরে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্ভোধন শেষে এক আলোচনা সভা’র আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, প্রানী সম্পদ কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য সহ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেত্রীবৃন্দ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দ সচেতন নাগরিকবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ। এবারের মেলায় দেশী-বিদেশী ফলজ গাছ সহ ১০ টি ষ্টল অংশ নেয়। ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রশাসন নকলা, শেরপুর।