স্টাফ রিপোর্টার ঃ সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানির ফতোয়া দিয়ে দাঙ্গাসৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে হেযবুত তওহীদ ।
এসময় বক্তাগণ তাদের নিরাপত্তা চেয়ে লিখিত বক্তব্যে তাদের ছয় দফা দাবী তুলে ধরেন। ছয়দফা দাবীতে তারা বলেন, যারা ওয়াজ মাহফিলে, খোতবায় হুমকি দিচ্ছে তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে,সোস্যাল মিডিয়ায় যারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে তাদের আইসিটি আইনের আওতায় আনতে হবে, দেশ ও জাতির স্বার্থে হেযবুত তওহীদের প্রচারকার্যে কোন ধর্মব্যবসায়ী গোষ্ঠী বাধা প্রদান না করতে পারে সে ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে,প্রকাশ্যে যেভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে তার জন্য তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা,তাদের বক্তব্যের গুরুত্ব অনুধাবন করে গণমাধ্যমে তা তুলে ধরার ব্যাপারে সরকারের নির্দেশনা দেয়াসহ হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যাচার ও উস্কানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করার দাবি জানান।
আইসিটি আইন লঙ্ঘন কারী, ওয়াজে অপপ্রচারকারী ও হুমকিদানকারী যে কোন ব্যক্তিকে এবং ইতঃপূর্বে দায়েরকৃত মামলায় আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং তারা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ রহমত উল্লাহ রানার সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক বাপ্পা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব,অর্থ সম্পাদক রাজিব আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, আইন সম্পাদক কাইয়ুম সরকার প্রমুখ।