পূর্বময় ডেস্ক ঃ যানজট নিরসনে দখলকৃত অবৈধ ফুটপাত পুনরুদ্ধারে ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ পরিচালনায় ভ্রাম্যমাণ অাদালত অভিযান চালায়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন বাজার, গাঙ্গীনারপাড়, মেছুয়া বাজার, ট্রাঙ্কপট্টি এলাকায় অভিযান চালিয়ে মোট ১০,০০০০/দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্যদের সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম, মোছাঃ মলিহা খানম, সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর দীপক মজুমদার,স্যানিটারী ইন্সপেক্টর(সংযুক্ত) জাবেদ ইকবাল, পেশকার মনিরুজ্জামান এবং আর্মড ব্যাটালিয়ানের পুলিশ সদস্য।
যতক্ষণ পর্যন্ত অবৈধ ফুটপাত পুনরুদ্ধার না হবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম।