আসাদ তালুকদারঃ বুধবার (২৮ আগষ্ট) নেত্রকোণায় মোহনগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন গণপরিষদ সদস্য প্রয়াত ডাঃ আখ্লাকুল হোসাইন আহমেদ-এঁর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ।
এ উপলক্ষে মোহনগঞ্জে একটি শোক র্যালী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মরহুম আখলাকুল ইসলামের ছেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, মোহনগঞ্জ উপজেলার চেয়ারম্যান শহিদ ইকবাল, বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান খায়রুল কবির খোকন ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।