আসাদ তালুকদারঃ রবিবার (২৫ আগষ্ট) রাতে জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পূর্বধলা উপজেলার জারিয়া বাজার থেকে দুর্গাপুর উপজেলার গোদাইড়া গ্রামের আদম আলীর ছেলে জুয়েল মিয়া (২২) কে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়াও ৮ বোতল ভারতীয় মদসহ দূর্গাপুর উপজেলার হান্নান মিয়া (১৭), মান্নান শেখ সানী (১৭), সজিব মিয়া (১৭) কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এব্যাপারে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।