নালিতাবাড়ী ( শেরপুর )প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে পোড়াগাও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামে অবৈধ ভাবে জমি দখলের চেষ্ঠায় কালে একটি ঘর ,ঘরের সরঞ্জাম সহ প্রায় ৩০ কাঠ গাছ লুটপাটের ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে ২৩ আগষ্ঠ সকাল ১০ টার সময় । এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছে বাড়ির মালিক মোঃ বাবুল মিয়া ।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে— বুুরুঙ্গা মৌজায় ১৩০ নংখতিয়ানের ১৬৫২ নং দাগে ৪৫ শতাংশ ও ১৬৫৭ নংদাগে ৮৫ শতাংশ জমি নিয়ে একই গ্রামের দ্বীন ইসলামের সাথে মৃত নূর হোসেনের ছেলেদের সাথে বিরোধ চলছিল । দ্বীন ইসলাম জাল জালিয়াতি দলিল করে জমি দাবী করলে বাবুল মিয়া দেওয়ানী আদালতে অন্য প্রকার একটি মামলা করেন । যাহার নমবর ০১/১৬ মামলাটি বিচারাধীন থাকাবস্থায় বাবুল মিয়া ৪৫ শতাংশের কিছু অংশে বাড়ি এবং জমির চারিদিকে মেহুগুনি ও ইউক্লিপটাস গাছ রোপন করেন । যাহা দির্ঘ দিনে পরিপূর্নতা হয় । প্রতিপৰ দ্বীন ইসলাম নালিশে ভূমিতে নিজের দখলী স্বত্ব স্বার্থ প্রমান করার জন্য ঐ দিন ভাড়াটিয়া লোকজন নিয়া বাবুল মিয়ার বাড়ি লূটাপাট করে । সমস্ত ঘর ,ঘরের রাখা জিনিস পত্র স্হ ৩০ টি গাছ কেটে নিয়ে যায় ।
অভিযোগ পেয়ে নালিতাবাড়ী থানার এস আই আয়নুল হক ঘটনাস্থল পরির্দশন করেন ।
বুর্বঙ্গা গ্রামে আশি উর্ধো মোঃ ইউনুছ আলী (৮২) বলেন পাকিস্তান আমল থাইকা দেখতাছি নুর হোসেন এই জমি আবাদ করে , তার মরনের পরে তার পুলা পানরা আবাদ করতাছে । বাবুল এই জমিতে বাড়ি করছে ,গাছ লাগাইছে , কাইল দ্বীন ইসলাম লোক জন নিয়া ঘর ভাইঙ্গা নিছে , গাছ কাইটা নিছে । ইব্রাহিম বলেন — বাবুল মিয়া এই জমি আবাদ করে , দ্বীন ইসলাম এই জমি জাল দলিল দিয়া দখল করবার চায় । শাহআলম বলেন দ্বীন ইসলামরে জীবনে দেহি নাই এই জমিতে , কাইল দাও ফালা লাটি নিয়া জোড় কইরা দখল করবার চাইছে , বাবুলের ঘর আছিল , গাছ আছিল কাইটা নিছে । লাগাইয়না ধান নষ্ট করছে ।
তদন্ত কারী কর্মকর্তা আয়নুল হক বলেন — আদালতে বিচারাধীন মামলায় রায় না হওয়া পর্যন্ত কেউ এরকম করা আইনতঃ অপরাধ , বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।