পূর্বময় ডেস্ক ঃ ময়মনসিংহ টাঙ্কপট্টিতে আজ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিক্রয়ের নাম করে প্রচার পাবলিসিটি জন্য সাধারণ, অসহায়, দরিদ্র মানুষ হয়রানির স্বীকার হয়। আগস্ট মাস শোকের মাস। এই শোকের মাসকে কেন্দ্র করে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ চিকিৎসা বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে বলে লোকজনকে আশ্বস্ত করেন এবং আরো বলেন ঢাকা থেকে আগত চিকিৎসকগণ উন্নত যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করবে। কিন্তু গিয়ে দেখা যায় যে, রোগীদের নিজ সমস্যার ঔষধ না দিয়ে সকলকে সিনকারা ঔষধ দেন এবং সাথে দু’ একজনকে ট্যাবলেট দেন। যা সকল রোগের ঔষধ নয়। এটা এমন হলো ইলিশ মাছ দেখিয়ে পুটিঁমাছ খাওয়ানো। সেখানে দু’জন ডাক্তার উপস্থিত থেকে রোগী দেখেন এবং বলেন যে, তারা মেডিকেলের ডাক্তার। কথায় বলে দেখাইছে মোরগ, খাওয়াইছে ডাল।ঐখানে একজন ব্যক্তি চিৎকার দিয়ে বলছে, বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে আমরা এই আগস্ট মাসে হামর্দদ এর মাধ্যমে ফ্রি মেডিকেল চেক-আপ এবং ঔষধ দিচ্ছি। শুধু মাত্র তাদের প্রচার- প্রচারণা বাড়ানোর জন্য দুঃস্থ, অসহায় দরিদ্র রোগীকে উন্নত চিকিৎসা দেবার নাম করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে। প্রচার পাবলিশিটির জন্য ছবি ও ভিডিও তোলা শেষ হলে পুরুষ ডাক্তার ৮ থেকে ১০ জন্য রোগী দেখে চলে যায়। কিছু সংখ্যক রোগী এক থেকে দেড় ঘন্টা বসে থেকে বিরক্ত ভাব প্রকাশ করে ডাক্তার না দেখিয়ে চলে যায়।
ময়মনসিংহে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) এর বিনামূল্যে চিকিৎসার নাম করে রোগীদের হয়রানি
Date:
Share post: