ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্তে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের কান্তা গ্রামে এ ঘটনা ঘটে।
আক্রান্তে মৃতের নাম সুবহান মিয়ার ছেলে মিজানুর রহমান (২০) ।
পারিবারিক সূত্রে জানা যায়, সে পেশায় ট্রাকের হেল্পার। গত এক মাস আগে ঢাকা থেকে ফেরার পর থেকেই তার শরীরে প্রচন্ড জ্বর আসতে থাকে। বিভিন্ন স্থানীয় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েও তার জ্বর কমেনি। গত কাল থেকে বমি শুর হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে আজ ভোরে সে মারা যায়।
তবে ঝিনাইদহ সদর হাসপাতালের আর এম ও ডা. অপূর্ব জানান, তিনি ১০/১২ দিন আগে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়েনি। পরে সে বাড়ী চলে যায়।