আসাদ তালুকদারঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার আটিকান্দা গ্রামের দুদু মিয়ার(৬০) বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রবিবার (১১ আগষ্ট) সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে কথাকাটাকাটির জের ধরে একই গ্রামের আব্দুল হেকিম (৫৫), কারী মিয়া (২৪), অসীম মিয়া(২৬)সহ বেশকয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বসতভিটা ভাংচুর করে। এতে বাঁধা দিলে দুদু মিয়াসহ তার স্ত্রী সাজেদা আক্তার(৪০) ও মেয়ের জামাই মিস্টার মিয়া (৪০) এর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলাকারীরা ঘরের আসবাবপত্রসহ প্রায় সাড়ে তিনলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে আশেপাশের এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।আহতরা বর্তমানে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী (ওসি) জানান, আমরা অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
আটপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-লুটপাট, নারীসহ আহত-৩
Date:
Share post: