পূর্বময় ডেস্ক ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারে আজ সকালে বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
জানা যায়, কিশোরগঞ্জের এম কে সুপার যাত্রীবাহী গাড়ির সাথে অভারটেকের ফলে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। সংঘর্ষে
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরো ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো মো.রফিকুজ্জামান(৪৫), স্ত্রী শাহিনা আক্তার (৪০), তাদের ছেলে নাদিম হোসেন (২৫), মেয়ে রনক জাহান (১৩)। সবাই নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বাসিন্দা।