পূর্বময় ডেস্ক ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘আমাদের মুক্তির সংগ্রাম ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য মনিরা সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এড জহিরুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল,প্যানেল চেয়ারম্যান মমতাজউদ্দিন মন্তা, জেলা পরিষদের প্রধান নির্বাহী বনানী বিশ্বাস।
আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার আরজু পারভেজ।
সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারোয়ার জাহান।
উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।