পূর্বময় ডেস্ক ঃ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সারাদেশে পালিত হলো। নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজকের এ দিনে জাতি স্মরণ করলো জাতির পিতা বঙ্গবন্ধুকে।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে। নানা কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবনী মাল্টিমিডিয়ায় প্রদর্শন, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণভোজ ইত্যাদি।
এ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ এর আয়োজনে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোঃ লুৎফুল হাসান, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি,জেলা আওয়ামী লীগের সভাপতি এড জহিরুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক আমিনুল হক শামীম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজউদ্দিন মন্তা, রেঞ্জের পুলিশসুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশসুপার জয়ীতা শিল্পী, কোতোয়ালি সদর সার্কেলের এএসপি আল আমিন, ডিবি ওসি মোঃ শাহ কামাল, কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।