পূর্বময় ডেস্ক ঃ ছাত্র রাজনীতির এক অবিচ্ছেদ্য নাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রাজ্জাক অনিক আজ ১৫ আগষ্ট শিশু, ভিক্ষুক, রিকশা চালক সহ গরিবদের মাঝে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাতের জন্য খাবার বিতরণ করেন। সেই সাথে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল খুনীদের বিচারের দাবি জানান।
মাহফুজুর রাজ্জাক অনিক বলেন “১৯৭৫ সালের ১৫ই আগষ্ট এই দিনে রচিত হয়েছিল ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। সেদিন উনাকে তার সপরিবারে হত্যা করা হয়,শোকের মাতমে কষ্টের দীর্ঘশ্বাসে ছেয়ে যায় বাঙ্গালির প্রতিটি হুদয়ের স্পন্দন। মহান আল্লাহ্,র অশেষ রহমতে প্রাণে বেঁচে যায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
জাতির পিতার আদর্শিক পথচলার অভিপ্রায়ে গরীব দুঃখী মানুষের নির্ভরতার আশ্রয়স্থল হবে ছাত্রলীগ।”
তিনি আরো বলেন”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আপনাদের মাধ্যমে ছাত্রলীগের দ্বারাই ইতিহাসের কলঙ্ক মোচনে
পিতা মুজিব সহ সপরিবারের সকল পলাতক খুনীদের দ্রুত শাস্তির দাবি জানাই”