পূর্বধলা প্রতিনিধিঃ
বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকীতে পূর্বধলায় দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এর নির্দেশনায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়।
উপজেলা চত্বর থেকে শোক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা পরিষদের দুই দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
নেতৃবৃন্দের মধ্যে র্যালিতে আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ও আগিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা ওহেদ আলী তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়্যুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার সুমি, জেলা পরিষদ সদস্য মাজহারুল ইসলাম রানা, আওয়ামীলীগ নেতা ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান ভাসানী, জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম নান্টু, ছাত্রলীগের সাবেক সভাপতি কালাম তালুকদার, ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি সারোয়ার হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা পূর্বধলা সদর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, ছাত্রলীগের সাবেক নেতা জুলফিকার আলী শাহীন, বোটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা মোঃ মজিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আকায়দুল ইসলাম, দিদারুল ইসলাম প্রমুখ।
র্যালি শেষে পূর্বধলা স্টেশন বাজার চত্বরে এক পথ সভার আয়োজন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় শোক দিবসের উপর আলোচনা করেন।