পূর্বময় ডেস্ক ঃ বাকৃবি শিক্ষক সংগঠন নীল দলের অর্থায়নে থিয়েটার সংলাপ, চিলড্রেনস হেভেন ও চিলড্রেনস কেয়ার এর সার্বিক সহযোগিতায় আজ মনোয়ারা খাতুন পৌর প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশন এর মেয়র মো: ইকরামুল হক টিটু, নীল দল এর সভাপতি প্রফেসর ড. আহসান বীন হাবিব, নীল দলের সাধারণ সম্পাদক প্রফেসর সাজ্জাদ হোসেন সেলিম, থিয়েটার সংলাপ এর উপদেষ্টা কৃষি অর্থনীতিবিদ ড. ফকির আজমল হুদা, থিয়েটার সংলাপ এর সভাপতি সুবীর দত্ত, থিয়েটার সংলাপ এর সহযোদ্ধা চিত্তরঞ্জন দাস, পিসি লিটন, পলাশ দেব ও রজত কান্তি দেবনাথ।