পূর্বধলায় গুজব, গণপিটুনি, নারী-শিশু নির্যাতন, ডেঙ্গু ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

Date:

Share post:

পূর্বধলা প্রতিনিধিঃ

নেত্রকোনার পূর্বধলায় গুজব, গণপিটুনি, নারী-শিশু নির্যাতন, ডেঙ্গু ও মাদক প্রতিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত পূর্বধলা উপজেলা শাখা ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ সংগঠন এর আয়োজনে আজ শুক্রবার (৯ আগস্ট) আরবান একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন সংগঠনের আহ্বায়ক মোঃ মুখলেছুর রহমান খান ভাসানি এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নূর আহাম্মদ খান রতনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন আজকের আরবান ডট কমের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আরিফুজ্জামান।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নেত্রকোনায় শিশুর মাথা কাটার বিষয়টি সম্পুর্ণ গুজব। যা পুলিশ প্রশাসনের তড়িৎ পদক্ষেপ গ্রহণের ফলে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তিনি গুজবে কান না দিয়ে পুলিশকে জানানোর জন্য পরামর্শ দেন। তিনি সবাইকে সচেতন করতে সম্মিলিত সামাজিক আন্দোলনকে আহব্বান জানান। মাদক, জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ প্রশাসন সরব থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা আয়োজনের প্রতি গুরুত্ব দেন। এছাড়া কাউকে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে জানানোর জন্য আহবান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাফল্য প্রত্যাশা করে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আজকের আরবান ডট কম এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সকল সামাজিক ব্যাধি দূর করে সরকার ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে বেগবান করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল আলম শাহীন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালডোয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন কামাল, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, দেওটুকুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকার, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি মোঃ জায়েজুল ইসলাম এবং যুব নেতা আনিসুর রহমান রুবেল প্রমুখ।
বিভিন্ন বক্তার আলোচনায় উঠে আসে এডিস মশা থেকে বাঁচার উপায়। বক্তারা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস ইজিপ্টি এবং এডিস এলবোপিকটাস মশার কামড়ে হয়। এটি প্রতিরোধ ও প্রতিকারযোগ্য। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। বক্তারা গুজব, গণপিটুনী, মাদক, নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সাম্মিলিত সামাজিক আন্দোলন গুবুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন।
সাম্মিলিত সামাজিক আন্দোলনের সংগঠক ও আহব্বায়ক মুখলেছুর রহমান খান ভাসানী সভাপতির বক্তব্যে সামাজিক আন্দোলনের মাধ্যমে সুন্দর সমাজ গঠনে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক আয়োজনকে সফল করার জন্য অতিথিগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি একে এম মাজহারুল ইসলাম রানা, নেত্রকোণা পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ৪ সেপ্টেম্বর বুধবার...

সড়ক দূর্ঘটনায় পূর্বধলার মেধাবী ছাত্র তানভীর নিহত

পূর্বধলা প্রতিনিধিঃ স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন। বাবা-মা দেশের মুখ উজ্জ্বল করবেন। ছিলেন প্রচণ্ড পরিশ্রমী...

পূর্বধলায় যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ৫

শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায় অভিযান চালিয়ে ম্যাগজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনীর...

পূর্বধলায় মাছ ধরা কে কেন্দ্র করে নিহত ১

মোঃ শাখাওয়াত হোসেন শিমুলঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত...