স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ সিটি করপোরেশনের অন্তর্গত ৬ নং ওয়ার্ডের পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দাবীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায়
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পলিটিকাল ফেলো মাহমুদা হোসেন মলি,বিএনপি মনোনীত ফেলো
তাসলিমা মাহাজাবীন জেবীন
ও জাতীয় পার্টি মনোনীত পলিটিকাল ফেলো
মো:শরীফ উদ্দীন এর উদ্যোগে ৪/৮/২০১৯ রোজ রবিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর জাসদ সভাপতি সৈয়দ সফিকুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড.গাজী হাসান কামাল,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা,মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন পারভীন,১০ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল আলম,জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আওয়ামী লীগ,বিএনপি ও জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।ডিআই ফেলোরা সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার দাবীতে সংবাদ সম্মেলনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন।৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অবিলম্বে আধুনিক পদ্ধতিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস দেন।