মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার বারধার গ্রামের মোঃ মক্রম আলী( ৪৫)স্ত্রী আমেনা খাতুন( ৩৮) বড়মেয়ে আকলিমা খাতুন(১৩)ছেলে আল আমিন( ৯)। মক্রম আলী পেশায় একজন দিনমজুর।মক্রম আলী বাকপ্রতিবন্ধী, শুধু মক্রম আলীই না তার পরিবারের সকলেই বাকপ্রতিবন্ধী কিন্তু দুঃখের বিষয় অন্যের জমিতে বসবাস করা বাকপ্রতিবন্ধী মক্রম আলী পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। উপার্জনের টাকা দিয়ে যার একবেলা খাবার চলে তো আর এক বেলা চলেনা। সাধারনত এলাকাবাসী মনে করে সরকারী এবং সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন সাহায্য সংস্থা যদি এ পরিবারটির প্রতি সদয় হয় তাহলে কিছুটা হলেও ঘুচে যেতে পারে প্রতিবন্ধী পরিবারটির অসহায়ত্বের জীবন এবং ফুঠে ওটতে পারে এক আলোকিত জীবন। তাই এ ব্যাপারে উর্দ্ধত্বন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে মক্রম আলী ও তার পরিবার।