পূর্বময় ডেস্ক ঃ প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের আওতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) ও লায়ন ক্লাব অব ময়মনসিংহের সহযোগিতায় দরিদ্র প্রতিবন্ধী শিশুদের নিয়মিতভাবে ময়মনসিংহ শহরের পন্ডিতপাড়াস্থ স্টেটিক ক্লিনিক এ স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। এছাড়া শুকনো খাবার, শীতবস্ত্র, ডায়াবেটিস রোগীদের পরীক্ষা, শিশুদের ডায়াপার বিতরণ ইত্যাদি সেবামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।
আজ প্রতিবন্ধী শিশুদের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে লায়ন ক্লাবের ডিরেক্টর লায়ন ডা.একেএম ওয়ালীউল্লাহ, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন নারায়ণ চন্দ্র দাস,বর্তমান সভাপতি লায়ন স্বপন সেনগুপ্ত, ডিরেক্টর লায়ন সফিউল্লাহ চৌধুরী সবুজ ও জুলফিকার হায়দার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রজেক্ট কো-অর্ডিনেটর মনোয়ারুল সেলিম, সহকারী প্রজেক্ট কো-অর্ডিনেটর আফরোজা আক্তার কনা এবং প্রতিবন্ধী কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মী অরবিন্দ ঘোষসহ প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।