বাবলী আকন্দ ঃ সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে আজ শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গোলটেবিল বৈঠকে ২০টি রাজনৈতিক সংস্কার প্রস্তাবসমূহ তুলে ধরা হয়। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, নির্বাচনী সংস্কার, কার্যকর জাতীয় সংসদ, স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ নির্বাচন কমিশন, সাংবিধানিক সংস্কার, গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, স্বাধীন বিধিবদ্ধ প্রতিষ্ঠান, দূর্নীতি বিরোধী সর্বাত্মক অভিযান, যথাযথ প্রশাসনিক সংস্কার, বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার, গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিশালী নাগরিক সমাজ, মানবাধিকার সংরক্ষণ, একটি নতুন সামাজিক চুক্তি, পরিবেশের ভারসাম্য রক্ষা, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন, তরুণদের জন্য বিনিয়োগ ও নারীর ক্ষমতায়ন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ভূমি সংস্কারসহ নানা প্রস্তাব উঠে আসে।
এসময় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ক্রেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলীপ সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ভাষানী, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর কমিটির সভাপতি এড শিব্বির আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আলী ইউসুফ।
এতে সভাপতিত্ব করেন সুজন ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক ইয়াজদানী কোরায়শী।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।