নকলা প্রতিনিধিঃ নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের বালিগঞ্জ বাজার থেকে দশকাহনীয়ার প্রধান সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি হেলে রাস্তার উপরে, যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিষয়টি নকলা পল্লীবিদ্যুতের এজিএম এনামুল হক রাজীব কে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনো ঝুকিপূর্ন অবস্থায় বৈদ্যুতিক খুঁটি এবং মেইন লাইন।
খুটি বসানোর কিছুদিন আগে ওই জায়গা থেকে খুটি এবং ডালকাটার অজুহাতে প্রায় ১০০ ফুটের মতো ৩টি একাশি গাছ কাটে ক্ষমতাসীনরা। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হলে সেই গাছগুলি ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদে জমা করা হয় বলে সাংবাদিকদেরকে জানিয়ে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার।
পরে গাছগুলি এখন কোন অবস্থায় আছে কোন হদিস বা প্রমান নেই সাংবাদিকদের কাছে। গত ১৫/২০ বছরে ওই জায়গাটুকু ভাঙ্গনের কোন প্রমান ছিলো না। গাছ কাটা হয় খুঁটির নিরাপত্তার জন্য বয়স প্রায় ১বছর হয়নি এখন খুঁটিরই কোন নিরাপত্তা দিতে পারে নি ইউপি চেয়ারম্যান এবং পল্লীবিদ্যুতের কর্মকর্তারা।