বাবলী আকন্দ ঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) কর্মচারী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০২০ এর অভিষেক অনুষ্ঠান ড.এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়াম, বিনাতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এসময় তিনি বিনার কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবীর প্রেক্ষিতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের সফলতা তুলে ধরেন এবং বিনার কর্মচারীদের পেনশন সুবিধা, ঝুঁকি ভাতা, সার্ভিস রুলে পদোন্নতির ব্যবস্থাসহ অন্যান্য বিষয়েও সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি ময়মনসিংহের কৃতি সন্তান। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাই গ্রহনযোগ্যতা তাঁর বেশি। এ ব্যাপারে তিনি চাকুরীতে থাকেন কিংবা না থাকেন তিনি বীনার কর্মচারীদের বিভিন্ন সমস্যা লাঘবে চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী, বিশেষ অতিথি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) পরিচালক (প্রশাঃও সাঃসাঃ) ড.মোঃ আজগার আলী সরকার, পরিচালক (গবেষণা) ড.হোসনেয়ারা বেগম, পরিচালক (প্রশিঃও পরিঃ) ড. মোঃ জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মোঃ আলতাব মাছউদ, শ্রমিক সদস্য মোঃ বদিউজ্জামান, ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ভুঁইয়া, অফিসার্স ইউনিটের সহ সভাপতি হারুন উর রশীদ প্রমুখ।
পরে নবনির্বাচিত কমিটির সকল সদস্যগনকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার বিনা’র ইউডিএ মোঃ ছরোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন বিনা কর্মচারী সমিতির বিদায়ী সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
উল্লেখ্য গত ২৪ এপ্রিল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) কর্মচারী সমিতির নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে বাই সাইকেল প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচিত হোন উচ্চমান সহকারী মোঃ আলতাব মাসউদ, ছাতা প্রতীকে সহ সভাপতি পদে ম্যাকানিক মোঃ নুরুজ্জামান,দোয়াত কলম প্রতীকে সাধারণ সম্পাদক পদে ওয়েল্ডার মোঃ শাহজাহান, মোরগ প্রতীকে সহ সাধারণ সম্পাদক পদে হেড-গার্ড মোঃ কামাল হোসেন, চেয়ার প্রতীকে কোষাধ্যক্ষ পদে কার্পেন্টার মোঃ ফারুক মিয়া, বালতি প্রতীকে সাংগঠনিক সম্পাদক পদে হিসাব সহকারী মোঃ হাবিবুর রহমান, মাছ প্রতীকে দপ্তর সম্পাদক পদে অফিস সহকারী পল্লব চন্দ্র দত্ত,ফুটবল প্রতীকে ক্রীড়া সম্পাদক পদে অফিস সহায়ক মোঃ আবুল কাশেম -১, গোলাপ ফুল প্রতীকে সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে গাড়িচালক মোঃ মিয়া হোসেন, ফুলদানী প্রতীকে মহিলা বিষয়ক সম্পাদক পদে উচ্চমান সহকারী মোসা.আবেদা সুলতানা, মাইক প্রতীকে প্রচার সম্পাদক পদে অফিস সহায়ক মোঃ মারফত আলী, হাঁস প্রতীকে পরিষদ সদস্য -১ পদে ভান্ডার কর্মকর্তা (চ.দা.) মোঃ সাইফুল ইসলাম, টেলিফোন প্রতীকে পরিষদ সদস্য ২ পদে স্টেনোগ্রাফার (পিএ) মোঃ ওয়াজেদ আলী ফকির, কুঁড়েঘর প্রতীকে পরিষদ সদস্য ৩ পদে পাওয়ার টিলার ড্রাইভার মোঃ আব্দুল বারেক, মটরগাড়ি প্রতীকে পরিষদ সদস্য ৪ পদে টেক২ মোঃ আক্তার হোসেন সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
এতে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন প্রধান সহকারী মোঃ ছরোয়ার হোসেন মোল্লা,সহকারী নির্বাচন কমিশনার এস.এ-১ মোঃ আলাল উদ্দিন এবং অফিস সহকারী রতন কুমার তালুকদার।