নালীতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩১ জুলাই বুধবার সকালে সুশাসনের দাবীতে উপজেলা পরিষদের সন্মুখ সড়কে মানব বন্ধন করেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নালিতাবাড়ী শাখার আয়োজনে নকলা -নালিতাবাড়ীর সমন্বয়ক লাল মোঃ শাহজাহান কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী নেত্রী মজিনা বেগম, মোস্তফা মিয়া, ছাত্রলীগ নেতা শামীম আহেম্মদ ও জাসদের সাধারন সম্পাদক আমির হোসেন আমু। মানব বন্ধনে বক্তারা বলেন — সু শাসনের দাবী স্বাধীনতার বহু আগে থেকেই বাংলাদেশ সৃষ্টির পূর্ব হতে। সকল রাজনৈতিক দল সুশাসনের কথা বলে কিন্ত; সুশাসনের জন্য আন্তরিকতার সাথে কাজ করে না। সু শাসন ছাড়া গনতন্ত্র,সমাজতন্ত্র ও উন্নয়ন টিক সই করবে না। তাই সুশাসন ও আইনের শাসনের জন্য সরকারের চুক্তি করতে হবে।