আল.মামুন, তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার বক্সীমুল খেলার মাঠে অনুষ্টিত হয় ।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা’র সভাপতিত্বে খেলা উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম,পি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন এর সঞ্চালনা ফাইনাল খেলা উদ্ভোধনী সভায় আরো বক্তব্য রাখেন,তারাকান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড.মোঃ ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, গালাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক জিয়া প্রমূখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে লালমা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে বাট্টাভাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।