চবি সংবাদদাতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । এতে ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান বাবু সভাপতি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ হৃদয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
মঙ্গলবার সংগঠনটির প্রধান ছাত্র উপদেষ্টা অমিত কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ বছরের জন্য ৮ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন করা হয়।পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
এতে আবির মামুন সহ সভাপতি, মীর রাসেল যুগ্ন সাধারন সম্পাদক, মোশতাক আহমেদ,মাসুমা আক্তার মিমি ও আসাদুজ্জামান রুপম সাংগঠনিক সম্পাদক ও মেহেদী হাসান শান্ত দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, “এসো মিলি প্রাণের টানে” স্লোগানে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে দুই যুগব্যাপী যশোর জেলার শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক যাবতীয় সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সংগঠনটি।